মঞ্চে হামলা-ভাঙচুর, ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল
১৩ এপ্রিল ২০২৫ ২১:২০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৮:৪১
চট্টগ্রাম ব্যুরো: মিছিল নিয়ে এসে মঞ্চে ভাঙচুর চালানোর পর চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের আয়োজন বাতিল ঘোষণা করেছে আয়োজক সংগঠন ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিল নিয়ে এসে আয়োজকদের সামনে ডিসি হিলের মঞ্চে ভাঙচুর চালানো হয়। এ সময় হামলা থেকে বাঁচতে আয়োজক সংগঠনের উপস্থিত সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪০-৫০ জনের একটি দল ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে ডিসি হিলের ভেতর ঢুকে পড়ে। তারা মঞ্চে উঠে মঞ্চসজ্জায় ব্যবহৃত কাঠের স্থাপনা ভেঙে ফেলে। মঞ্চসহ আশপাশে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। এ সময় মিছিলকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে বর্ষবরণের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুরকারীরা আগেই সেখান থেকে সরে যান। এ অবস্থায় আয়োজক সংগঠন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা বৈঠকে বসে বর্ষবরণের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন।

মিছিল নিয়ে এসে মঞ্চ ভাঙচুর, চট্টগ্রামের ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান বাতিল। ছবি: সারাবাংলা
জানতে চাইলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটো সারাবাংলাকে বলেন, ‘আমরা পহেলা বৈশাখের আয়োজনের সর্বশেষ প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে ৪০-৫০ জনের একটি দল মিছিল নিয়ে এসে ভাঙচুর শুরু করে। তারা এতটাই আক্রমণাত্মক ছিল যে, আমরা প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হলাম। মঞ্চের সবকিছু তারা ভেঙে ফেলেছে, ব্যানার সব ছিঁড়ে ফেলেছে। এ অবস্থায় আমাদের নতুন করে মঞ্চসজ্জা করার আর সময় নেই। আমরা এত নিরাপত্তাহীনতা নিয়ে প্রোগ্রাম করতে রাজি নই। সেজন্য সবার সম্মতিক্রমে প্রোগ্রাম বাতিল করা হয়েছে।’
জানতে চাইলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে বলেন, ‘কয়েকজন লোক হঠাৎ মিছিল নিয়ে এসে মঞ্চে ভাঙচুর করেছে। সেখানে আমাদের পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। তারা ভাঙচুরে বাধা দেন। পরে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছি।’
এর আগে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ, চট্টগ্রাম’ নামে একটি সংগঠন মানববন্ধন করে। এতে অভিযোগ করা হয়, চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে পহেলা বৈশাখ উদযাপনের নামে শেখ হাসিনার দোসরদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।
সারাবাংলা/আরডি/পিটিএম