খোলেনি কুয়েটের আবাসিক হল, অবস্থানের ঘোষণা শিক্ষার্থীদের
১৩ এপ্রিল ২০২৫ ২৩:১১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১২:৪৯
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
খুলনা: হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানালেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এ অবস্থায় শতাধিক শিক্ষার্থী রাতভর সেখানে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে রোববার (১৩ এপ্রিল) প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই ক্যাম্পাসে প্রত্যাবর্তন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৩টার দিকে তারা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন। দুপুর ২টা থেকেই শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষক সেখানে যান। দুই পক্ষের মধ্যে আলোচনা শেষে পরিচয়পত্র যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শতাধিক শিক্ষার্থী এ সময় শান্তিপূর্ণভাবে গিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না।
কুয়েটের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জের ধরে কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুর ২টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছিল। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানায়।
সারাবাংলা/পিটিএম