Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অননুমোদিত তথ্য অনুসন্ধান নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ০০:০৫

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) থেকে অননুমোদিতভাবে ডাটা অনুসন্ধান ও সরবরাহের ঘটনায় কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ এপ্রিল) ইসির সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামের সই করা এ সংক্রান্ত এক নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কিছু সিএমএস ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে নাগরিকদের তথ্য খুঁজে তা অননুমোদিত ব্যক্তি বা স্থানে সরবরাহ করছেন।

এদিকে সিএমএস থেকে কোনো তথ্য অনুসন্ধান করা হলে সেই তথ্য কে, কখন, কোন অ্যাকাউন্ট থেকে সার্চ করেছে, তা সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে, এ ধরনের অপব্যবহার শনাক্ত করা সম্ভব এবং প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের সকল সিএমএস অ্যাকাউন্ট হোল্ডারকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে, প্রত্যেক দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/পিটিএম

অননুমোদিত ইসি তথ্য অনুসন্ধান নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর