Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ০৯:৪১

নিহত মোটরসাইকেল আরোহী মো. ইমরান

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমরান (৩৫) নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার খন্দকার রফিকুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, দ্রুতগতির লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইল আরোহী ইমরান রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা মোটরসাইকেল আরোহী নিহত লাটাহাম্বার ধাক্কায়