Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংগীতে শেষ হলো ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১০:৫১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:২৭

ঢাকা: ‎জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো এবারের ১৪৩২কে বরণ করে নেওয়ার বর্ষবরণ অনুষ্ঠান। ‎সোমবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হওয়া এ আয়োজন শেষ হয় সাড়ে ৮ টায়।

‎‎এবারের আয়োজনের প্রতিবারের মতো নতুন প্রভাতের নতুন আলোয় সুরের ছন্দে, বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয়ের এ সময়ে, আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানায় ছায়ানট।

‎সোমবার ১৪ এপ্রিল, বাংলা নতুন বর্ষের ভোরের আলো ফুটতেই সুপ্রিয়া দাসের ভৈরবী রাগালাপে শুরু হয় এ আয়োজন। এবার সুরের ছন্দে আলোয় আলোয় মুক্তির বারতা দেবে ছায়ানট। তাই ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

‎ছায়ানটের ৫৮তম এ আয়োজনে ছিল, ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিয়েছেন।

‎‎ছায়ানটের এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে সুরে সুরে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান ছায়ানটের। আর এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন।

‎‎এবার পুরুষ শিল্পীদের গায়ে ছিল মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি।

‎‎সারাবাংলা/এনএল/এসআর

‎‎সারাবাংলা/এনএল/এসআর

ছায়ানটের বর্ষবরণ বর্ষবরণ অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর