Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বিদেশিরাও

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১১:১৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:২৭

নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বিদেশি শিক্ষার্থী-পর্যটক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় শুধু দেশি নয়, নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছেন একঝাঁক বিদেশি শিক্ষার্থী ও পর্যটক।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ নানা দেশের পর্যটকদের অংশ নিতে দেখা গেছে।

লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন তারাও। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

ইউএস থেকে আসা বিদেশি পর্যটক মাসারা সারাবাংলা’কে বলেন, ‘আমি আগে বাংলাদেশীদের এই নতুন বছর উদযাপনের কথা শুনেছি, টিভিতে দেখেছি, পত্রিকাতে পড়েছি। কিন্তু নিজে এই প্রথমবার অংশগ্রহণ করলাম। অনেক ভালো লাগছে এখানকার মেয়েরা অনেক সুন্দর সুন্দর পোশাক পড়ে এবং সুন্দর করে সাজে। অসাধারণ অভিজ্ঞতা। আমি মুগ্ধ। খুবই ভালো লাগছে। ’

বেলজিয়াম থেকে আসা আর একজন পর্যটক বলেছেন, “বাংলাদেশি মানুষদের এত সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে। আমি এবার একা এসেছি। ইচ্ছা আছে এর পরেরবার আমার সন্তানদের নিয়ে আসব এবং সেটা পরেরবারের নতুন বছরের সময়ই আসবো। যাতে তারাও এই সংস্কৃতি সম্পর্কে জানতে পারে দেখতে পারবে। আমিও অনেক আনন্দ করছি এবং আমার সঙ্গে আরও যারা এসেছে আমরা সবাই অনেক মজা করছি বাংলাদেশের এই নতুন বছরে।”

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। এছাড়া এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রয়েছে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসআর

উচ্ছ্বসিত বিদেশিরাও নববর্ষ আনন্দ শোভাযাত্রা