Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৮:৩১

হাতির আক্রমণে নিহত আব্দুল করিম

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে দলছুট বন্যহাতির আক্রমণে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল করিম সুরাজপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরাজ উদ্দিন বলেন, রোববার মধ্যরাতে বন্যহাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতির দলটিকে তাড়াতে স্থানীরা নিয়ে লাঠি নিয়ে জড়ো হয়। তাদের মধ্যে কেউ কেউ হাতিগুলোকে ঢিল ছুড়েন। এক পর্যায়ে হাতির দল লোকজনের দিকে তেড়ে আসে। এ সময় পালানোর সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন আব্দুল করিম।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা বলেন, স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল করিমকে উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে- নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরকারের বিধি মোতাবেক ভূক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মো. মেহেরাজ উদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দক্ষিণ সুরাজপুরে বন্যহাতির হানায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

কক্সবাজার বন্য হাতির আক্রমণ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর