খুলনায় স্বস্তির বৃষ্টি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৬:২৮
১৪ এপ্রিল ২০২৫ ১৬:২৮
খুলনা: কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বৈশাখের প্রথম দিনে খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বৃষ্টি হয়। মুহূর্তে শহরজুড়ে নেমে আসে প্রশান্তি।
বৃষ্টিতে কিছুটা ভোগান্তি দেখা গেলেও বেশিরভাগ মানুষই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিনের গরম ও ভ্যাপসা আবহাওয়ার পরে এমন বৃষ্টি খুলনাবাসীর জন্য যেন প্রকৃতির উপহার বলেই মনে করছেন অনেকে।
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাসিন্দা রুবেল শেখ বলেন, ‘গত কয়েক দিনের তাপদাহের কারণে অস্থির লাগছিল। দুপুরের বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগছে।’
রিকশাচালক সাইফুল মোল্লা বলেন, ‘গরমে ঠিকভাবে রিকশা চালানো যাচ্ছিল না। অনেক দিন পরে বৃষ্টির পানি পড়তেই যেন সব ক্লান্তি ধুয়ে গেছে।’
সারাবাংলা/এসআর