Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ১৮:১৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৩:২২

বরগুনা: জেলার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সাধারণ জনগণ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে পাথরঘাটা আবু সাইদ চত্বরে (গোল চত্বর) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবি জানিয়ে স্থানীয় এলাকাবাসী বলেন, যদি তা না করা হয়, তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন এর সই করা চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানকে পাশ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পাথরঘাটা উপজেলার বাসিন্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটা উপজেলায় আসার পর থেকে উপজেলা পরিষদের আওতাধীন বিভিন্ন কাজ স্বচ্ছভাবে হয়েছে এবং তিনি দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছেন। তার অফিস কক্ষে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে।

বক্তারা বলেন, আমরা জানি, তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। তারপরও যে সকল প্রকল্প তিনি হাতে নিয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য আরো কিছুদিন এ উপজেলায় তার থাকা উচিৎ। এ কারণে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। দাবি মানা না হলে মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এমএস সোহাগ বাদশা, বিএনপি নেতা মহিউদ্দিন সিকদার, সমাজকর্মী মো. মেহেদী সিকদার, গোলাম রাব্বী, রিকশা চালক মো. মনির হোসেন প্রমুখ।

সারাবাংলা/আরএস

ইউএনও’র বদলি পাথরঘাটা বরগুনা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর