বর্ষবরণ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি
১৪ এপ্রিল ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২৩:০৬
কুষ্টিয়া: কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রথম সারিতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোকারম হোসেন মোয়াজ্জেমকে দেখা গেছে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সাধারণ মহলে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
মোকারম হোসেন ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে তামজিদ হোসেন জনি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। তিনি কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর একটি হত্যাচেষ্টা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
মোকারম হোসেন মোয়াজ্জেম বলেন, আমি আজ সকালে জেলা প্রশাসনের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলাম।
এ বিষয়ে কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বলেন, একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি বলব, যারাই ফ্যাসিস্টদের সহযোগীদের নিয়ে পথ চলবে, তারাই নিন্দনীয় হবে। সে আমি হই, ডিসি হন, বিএনপি হোক আর জামায়াত হোক।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ব্যাপারটি নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, কোনোভাবেই আমি কিছু জানি না। তিনি মামলার আসামি হলে পুলিশ তাকে গ্রেফতার করবে।
জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, এখানে হাজার হাজার মানুষ ছিল। তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কে কীভাবে ব্যানার ধরে সেটা তো মেইনটেইন করা যায় না। আমি তাকে চিনি না।’
সারাবাংলা/এইচআই