Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজিত হত্যা মামলা: যাবজ্জীবন দণ্ড পাওয়া পলাতক আসামি কারাগারে


২৫ জুন ২০১৮ ১৬:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তারিক বিন জোহর ওরফে তমালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসামি তমাল শুরু থেকেই পলাতক ছিলেন। সোমবার (২৫ জুন) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদারের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি তমালের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল আমিন খান।

বিজ্ঞাপন

মামলা বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে আসামিরা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে নির্মমভাবে চাপাতির কোপ, লোহার রড ও কিল ঘুষি দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হন বিশ্বজিৎ। ঘটনার দিনেই মারা যান তিনি।

হত্যাকাণ্ডের দুই মাস ২৪ দিন পর ২১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম। ২০১৩ সালের ২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠন করেন। পরে ওই একই বছরের ১৮ ডিসেম্বর মামলাটিতে বিচারিক আদালত রায় ঘোষণা করেন।

রায়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিলসহ আট আসামির মৃত্যুদণ্ড এবং আরো ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

ওই ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন।

আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

সারাবাংলা/এআই/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর