Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ২১:৫২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৭

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হচ্ছে। এবারের পয়লা বৈশাখের শোভাযাত্রার প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তাই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। এ ছাড়া মাছ, তরমুজসহ বিভিন্ন মোটিফ। ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ। শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। কৃষককে নেচে-গেয়ে ফসল তোলার দৃশ্য দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহিদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শাহবাগ মোড়, টিএসসি মোড় ও আশেপাশের এলাকা ঘুরে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ পহেলা বৈশাখ বর্ষবরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর