পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগে বিক্ষোভ
১৪ এপ্রিল ২০২৫ ২২:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৭
পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থী মারা যান।
পানিতে ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম আশিক (২১)। তিনি পবিপ্রবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মৃত শিক্ষার্থীর সহপাঠী রুম্মন ও তনয় বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরকারি জনতা কলেজের পুকুরে সাঁতার কাটতে নামেন আশিক। কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা সহপাঠীরা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হলে সেখান থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে চারটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে ভর্তি করে আইসিইউতে রাখা হয। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসক আসতে দেরি করায় আশিককে বাঁচানো যায়নি। আশিকের বন্ধু সাকিব বলেন, সময়মতো চিকিৎসা পেলে আমার বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই তার মৃত্যু হয়েছে।
তবে দায়িত্বে থাকা চিকিৎসক শামীম আল আজাদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে চলে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীর অবস্থা গুরুতর হয়। আমি এসে রোগী জীবিত পাইনি। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান বলেন, ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি এবং পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই
চিকিৎসকের গাফিলতি পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীর মৃত্যু