ছবির গল্প
ড্রোন শোতে জুলাই গণঅভ্যুত্থান
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:১৩
১৪ এপ্রিল ২০২৫ ২৩:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:১৩
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর আকাশে ছিল ব্যতিক্রমধর্মী ড্রোন শোয়ের আয়োজন। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে আয়োজিত শোতে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয় প্রকাশ পায়। প্রায় ১৫ মিনিটের এই প্রদর্শনীতে জুলাই অভ্যুত্থানে শহিদ মুগ্ধর পানি বিতরণ, বিপ্লবে-সংগ্রামে নারীর ভূমিকা, ফিলিস্তিনের প্রতি সংহতি, বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ও দেশের সংস্কৃতি তুলে ধরা হয়। এ ছাড়া ১৯৭১ থেকে ২০২৪, জুলাই বিপ্লব এবং সব শেষে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো প্রদর্শনীর ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এইচআই