ভারতে পড়তে চাইলে
২৫ জুন ২০১৮ ১৭:৩১ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৭:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
বিশ্বায়নের যুগে পুরো পৃথিবীটাই যেন আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। একমাত্র শিক্ষার মাধ্যমেই বিশাল এই পৃথিবী দিন দিন ছোট হয়ে আসছে। আগে যেখানে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা ছিল হাতেগোনা, সেখানে এখন উচ্চমাধ্যমিক পাসের পর অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে এগিয়ে আসছেন। ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে এখন এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার মানে অনেক ওপরে উঠে এসেছে। বিশেষ করে ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এমন কিছু ভারতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে পড়তে যাওয়াকে আরও সুগম করতেই এই প্রতিবেদন।
এখন ভিসা প্রক্রিয়া সহজ হয়ে যাওয়ায়, ভারতে পড়ালেখার জন্য ছেলেমেয়েকে পাঠাতে অভিভাবকদের আগ্রহ বেড়েছে। কেন না, বাংলাদেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চেয়েও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ কম। পাশাপাশি কোনো ঝামেলা ছাড়াই আন্তর্জাতিকমানের শিক্ষা গ্রহণে বেশ আগ্রহ দেখাচ্ছেন শিক্ষার্থীরা।
ভারতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর হলো India Educates এবং Mentors’ Study Abroad ভারতের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে আয়োজন করেছে ‘India Educates-Spot Admissions Expo’-২০১৮। আগামী ২৯ ও ৩০ জুন ঢাকায় এবং ২ ও ৩ জুলাই চট্টগ্রামে আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য শিক্ষামেলার।
এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল স্কুলের ভর্তি বিভাগের পরিচালক ও প্রতিনিধিদের সঙ্গে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ, থাকার জন্য হোস্টেল এবং শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় অনুসন্ধানী বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে—কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) ভুবনেশ্বর, উড়িষ্যা; মানব রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (দিল্লী এন সি আর), ভেল টেক (চেন্নাই, তামিলনাড়ু), জেইন ইউনিভার্সিটি (ব্যাঙ্গালোর, কর্ণাটক), ইন্টিগ্রাল ইউনিভার্সিটি (লখনউ, উত্তর প্রদেশ), দি নেওটিয়া ইউনিভার্সিটি (কলকাতা, পশ্চিমবঙ্গ), ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (বারিদুয়া, মেঘালয়), কাজিরাঙ্গা ইউনিভার্সিটি (জোরহাট, আসাম), স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুল (রাঁচি, ঝাড়খন্ড) ও মিনাক্শি ওয়ার্ল্ড স্কুল (দিল্লী এন সি আর)।
ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি থেকে বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স অথবা পিএইচডি-সব বিষয়েই কথা বলা বা সঙ্গে সঙ্গে আবেদন করে কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার সুযোগ থাকবে এই শিক্ষা মেলায়। প্রভিশনাল ভর্তির সুযোগও থাকবে এখানে। আগ্রহী শিক্ষার্থীদের তাদের ভর্তির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস ও পাসপোর্ট নিয়ে আসতে হবে। যারা এই বছর পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারাও আগাম ভর্তির সুযোগ পাবেন। যারা ভারতে ভবিষ্যতে পড়তে যেতে চান তাদের জন্যও আগাম প্রস্তুতিতে সাহায্য করবে এই শিক্ষামেলা। শিক্ষামেলার এই আয়োজনটি হাই কমিশন অব ইন্ডিয়া, ঢাকা কতৃক স্বীকৃত। মেলায় অংশগ্রহনকারীদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না।
আসন্ন শিক্ষামেলা সম্পর্কে আয়োজকরা জানান, ‘ভারতে অবস্থিত এবারের মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় সকল ধরনের তথ্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করাকে আমরা সর্বাধিক গুরুত্ব দেব। এজন্য মেলায় আমাদেরও বেশকিছু দক্ষ পরামর্শক থাকবেন। শিক্ষার্থীরা তাদের কাছে থেকে ভারতের শিক্ষার মান, অবস্থান, শিক্ষক কারা, পড়ার বিষয়, এবং কীভাবে স্কলারশিপ বা পড়ার সুযোগ এদেশের মেধাবী শিক্ষার্থীরা পেতে পারেন তা জানতে পারবেন।’
মেলার সময়সূচি: আগামী জুন ২৯ ও ৩০, ঢাকার দ্য ফ্লামেনকো কনভেনশন সেন্টার, ফার্মগেটে (ফার্মগেট পুলিশ বক্সের বিপরীতে) এবং চট্টগ্রামে ২ ও ৩ জুলাই রেডিসন চট্টগ্রাম বে ভিউ হোটেলে । বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা।
সারাবাংলা/এইচএ/এমআই