Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১০:৫৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১২:৫৪

ফাইল ছবি

ঢাকা: বঙ্গোপসাগরে যে কোনো ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

‎মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলায় সমুদ্রগামী জেলেদের সংখ্যা ৬৫ হাজার। এসব জেলে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবেন। এ সময় তাদের জন্য মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার।

‎তিনি জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

‎সারাবাংলা/এনএল/ইআ

মাছ ধরা নিষেধ

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর