Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ১১:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৩:১২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮৫ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।

তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আব্দুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

এদিকে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে রোববার (১৩ এপ্রিল) জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। পরে সোমবার সন্ধ্যার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থেকে ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ আহমাদ বাদাবি। ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছিলেন তিনি।

অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থি ইসলামের সমর্থক ছিলেন আব্দুল্লাহ। তবে ক্ষমতায় থাকাকালীন জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন। পরে দেশটিতে দ্রব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। এমন পরিস্থিতিতে নির্বাচনের বছর খানেক পর ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

আব্দুল্লাহ আহমাদ বাদাবি মালয়েশিয়া সাবেক প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর