সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
১৫ এপ্রিল ২০২৫ ১১:২৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৩:০১
ঢাকা: ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দুপুরের পর থেকে দমকা হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টি। এই সময় কম থাকতে পারে তাপমাত্রা। মঙ্গলবার (১৫ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা প্রতিবেদনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারও (১৬ এপ্রিল) বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এসব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও সারাদেশে ২ ডিগ্রি পর্যন্ত হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অপরিবর্তিত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা।
সারাবাংলা/জেআর/ইআ