Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লট জালিয়াতি
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৫:১৭

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

ঢাকা: রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে দুদকের অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য তন্ময় দাস, (উন্নয়ন নিয়ন্ত্রণ), সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ।

মামলা সূত্রে জানা যায়, পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা, রেহানা এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি চার্জশিট জমা দেয় দুদক। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকার সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেয়া হয়।

বিজ্ঞাপন

আসামিরা পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

তিনি বলেন, আসামিদের গ্রেফতার করা গেল কিনা; এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

সারাবাংলা/আরএম/এমপি

প্লট বরাদ্দে জালিয়াতি রাজউক শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর