Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ২ পাইপগান উদ্ধার

লোকাল করসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৫:২০

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র

বেনাপোল: যশোরের শার্শায় ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর কলোনী তালতলা মাঠের একটি ধানখেত থেকে পাইপগান দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় কৃষক আজিজুর রহমান জমির ধান কাটছিলেন। এসময় পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর