‘ভারতের পদলেহন করে কেউ ক্ষমতায় আসতে পারবে না’
১৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৬
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশে ভারতের পদলেহন করে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সোমবার (১৪ এপ্রিল) রাতে নগরীর আগ্রাবাদে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডবলমুরিং থানা জামায়াতে ইসলামীর উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট শুধু একটি বিপ্লব নয়, এটা একটি ঐতিহাসিক মহাবিপ্লব। এ বিপ্লবে দেশের তরুণরা রক্ত দিয়ে স্বাধীনতার নতুন সূচনা ঘটিয়েছে। দেশের মানুষ আবারও ন্যায়ের আলোয় জেগে উঠেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভারতের পদলেহন করে কেউ ক্ষমতায় আসতে পারবে না।’
তিনি বলেন, ‘আমরা চাই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। এ ধরনের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অবিরাম লড়াই করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূচ ৫৩ বছরে গড়ে ওঠা জঞ্জাল তথা ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেবেন এমনই প্রত্যাশা জনগণের।’
জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, ‘ইহুদিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তারা আমাদের কেবলা বায়তুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা এটা যেনো ভুলে না যায় বায়তুল মুকাদ্দাস কখনোই তাদের দখলে যাবে না। মুসলমানদের হাতেই এ পবিত্র ভূমি ফিরে আসবে আর ইহুদিরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
জামায়াতে ইসলামী পালিয়ে যাওয়ার রাজনীতি করে না উল্লেখ করে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘যে প্রজন্ম একদিন বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সে প্রজন্মই আজ আবার ন্যায় ও ইনসাফের শ্লোগানে মুখর। আমরা রাজনীতি করি দেশ ও দেশের মানুষের কল্যাণে, পালিয়ে যাওয়ার জন্য নয়। আর যারা প্রাণের ভয়ে পালিয়ে যায়, তারা প্রকৃত দেশপ্রেমিক নয়। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অথচ জামায়াতে ইসলামীর নেতারা পালিয়ে যায়নি।’
তিনি আরও বলেন, ‘আগস্ট ও জুলাই মাসের চেতনায় আমাদের এ দেশকে এগিয়ে নিতে হবে। এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কেউ যেন স্বৈরাচার হতে না পারে। ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশে ইতোমধ্যেই নব দিগন্তের সূচনা হয়েছে, বিনিয়োগ এসেছে, নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এ অগ্রযাত্রা বজায় রাখতে হলে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে নগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ক্ষমতা দখল নয় বরং দেশের দারিদ্র্য, ক্ষুধা এবং ন্যায়বিচারহীনতা দূর করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইস্যুতে কোনো আপোষ নয়। আমরা এ দেশকে অন্য কোনো রাষ্ট্রের অনুগত হতে দেব না।’
ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক-ই-আযমের সভাপতিত্বে ও অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির নগর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, শফিউল আলম ও ইসলামী ছাত্রশিবির নগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি।
সারাবাংলা/আইসি/এমপি