‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখনো নিশ্চুপ আরব বিশ্ব’
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩
ঢাকা: বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মনির হোসেন বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর নৃশংস আর বর্বরতা কোনোভাবেই থামছে না। এরপরও নিশ্চুপ প্রভাবশালী আরব বিশ্ব। ইসরায়েল নিয়ে তাদের কোনো পদক্ষেপ নেই। তবে বাঙালি মুসলমান আর আইন অঙ্গন চুপ নেই।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মনির হোসেন বলেন, ফিলিস্তিনে মসজিদে আল আকসা অবস্থিত। মক্কায় মসজিদুল হারাম তথা কাবা শরীফ হওয়ার আগে মুসলমানরা আকসামুখী হয়ে নামাজ আদায় করতেন। এখানেই বেশিরভাগ নবী-রাসুলের জন্ম। একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল ফিলিস্তিন। ইহুদির কোনো ঠাঁই ছিল না। কিন্তু ১৯৪৮ সালে আমেরিকা-ব্রিটেনের সহায়তায় জায়গা পান ইহুদিরা। এরপর থেকেই ফিলিস্তিনিদের উচ্ছেদে ষড়যন্ত্র শুরু করেন তারা। আর এখন পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। গত ১০ বছরে ক্রমাগত বোমা-গুলিবর্ষণে ৬২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন হাজারও নারী-পুরুষ-শিশু। নিঃশেষ করে দেওয়া হয়েছে গাজার বেশিরভাগ দালান-কোঠা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের সভাপতি মো. জমিস উদ্দিন সরকার, আইন সমিতির সাবেক সভাপতি এবিএম আনিছুর রহমান, আইনজীবী আশরাফুজ্জামান, ফিরোজ শাহ, ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিয়েনের সদস্যসচিব গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে র্যালি হয়। র্যালিটি সুপ্রিমকোর্ট বার গেট থেকে শিক্ষাভবন চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলাদেশ আইন সমিতির শতাধিক সদস্য, অন্যান্য আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সারাবাংলা/আরএম/এমপি