Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সেফটি ট্যাংক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ এবং স্থানীয়রা জানান, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসত ঘরের পেছনের সেফটি ট্যাংকের ভেতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে আলীমকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সারাবাংলা/ইআ