Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ১ম আন্তর্জাতিক কুইজ ফেস্ট করতে যাচ্ছে ঢাবির কুইজ সোসাইটি

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৮:২৬

কুইজ সোসাইটির সংবাদ সম্মেলন

ঢাবি: বাংলাদেশে প্রথমবারের মত দুই দিন ব্যাপী ১৬ ও ১৭ এপ্রিল আন্তর্জাতিক কুইজ ফেস্ট আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুইজ সোসাইটি। এতে অংশ নেবেন ১১টি দেশের প্রতিযোগিরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদ।

ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই প্রথমবারের মতো দেশের মধ্যে সর্ববৃহৎ এ আয়োজন করতে যাচ্ছে।’ সেসময় তিনি সংগঠনের কাজ এবং পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন।

সংগঠনের সম্পাদক ইমন মোহতাসিন জানান, এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিয়াজ আহমেদ খান ভীষণ খুশি হন এবং তাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানান। পাশাপাশি অন্যান্য অতিথিদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার উপস্থিত থাকতে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন।

এ সময় সংগঠনের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদিকা মাইনুর জান্নাত রাবিনা উপস্থিত সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।

এ ছাড়াও যোগাযোগ সম্পাদিকা মুসাররাত তাইয়্যেবা মুসকান জানান, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার ও ফিলিপাইনসহ ১১টি দেশ থেকে অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে যুক্ত হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুস্তফা রাফিদ, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদিকা জয়নব আরা পাপড়িসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি ২০১৫ সাল থেকে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজিং এর প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন প্রতিবছরই বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে নানা ধরনের আয়োজন করে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এইচআই

আন্তর্জাতিক কুইজ ফেস্ট কুইজ ফেস্ট কুইজ ফেস্ট কুইজ সোসাইটি ঢা‌বি