বর্ষবরণ উৎসবে মেতেছিল সারাবাংলা ও আইসিসি পরিবার
১৫ এপ্রিল ২০২৫ ১৯:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২৩:১০
ঢাকা: আনন্দ, উচ্ছ্বাস ও বর্ণিল অয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট ও আইসিসি কমিউনিকেশন লিমিটেড।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্লবীর কালশীতে সারাবাংলার নিজস্ব ভবনে বাংলা বছরের দ্বিতীয় দিনে সারাবাংলা ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা মেতে উঠেন পান্তা ইলিশ উৎসবে।

সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়ার সঙ্গে ফ্রেমবন্দি সহকর্মীরা
এদিন উৎসব মুখর পরিবেশে এই আয়োজনে অংশ নেন সারাবাংলার মালিকানাধীন আইসিসির অঙ্গ প্রতিষ্ঠান পিয়ারেক্স নেটওয়ার্কস লিমিটেডে, আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড, ডিজিবাংলা ও আয়না’র কর্মীরা।

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের নারী কর্মীরা।
উৎসবে গ্রুপ ছবি ও সেলফি তোলার উৎসবে মাতেন প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের লাল-সাদা রঙ্গের পোশাকে অফিস প্রাঙ্গণও বৈশাখী রঙে রঙ্গিণ হয়ে উঠে। প্রথমে মুড়ি মুড়কি ও বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে দলবেঁধে সবাই অংশ নেন পান্তা ইলিশ খাওয়ায়।

সহকর্মীর সেলফিতে সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়ার সঙ্গে অন্যান্যরা।
বর্ষবরণের এই খাবার ম্যানুতে ছিল— পান্তা ভাত, ইলিশ ভাজা, বেগুন ভাজি, পটল ভাজি, ডালের বড়া ও কয়েক পদের ভর্তা। মুড়ি মুড়কির সঙ্গে ছিল নিমকি, বাতাসা, কদমা, মুড়ালির মতো বাঙালীয়ানা খাবার।

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সিদ্দিক সঙ্গে আইসিসি পরিবারের কয়েকজন।
প্রতিষ্ঠানটির বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সিওও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়া, আইসিসি কমিউনিকেশন ও সারাবাংলা ডটনেটের জিএম মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, আইসিসির সিনিয়র ম্যানেজার আবু সিদ্দিক, সিআইও আব্দুর রাজ্জাক, সিএমও নূর হুদা তালুকদার, ডিজিএম আবু সাঈদ খান, সিওএ মেজবাহ উদ্দিন খান, আইসিসি টেলিসার্ভিসের ডিজিএম এস এম তানভীর হাসান, আয়না’র সিটিও তানজীন রহমান প্রমুখ।
এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমাদের গ্রুপে আগামীতেও অব্যাহত থাকবে। একসঙ্গে সবগুলো সহযোগী প্রতিষ্ঠানের কর্মীদের উৎসব পালনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা বাড়বে।’

সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়ার সঙ্গে প্রতিষ্ঠানের অন্যান্যরা
তিনি আরও বলেন, ‘আয়োজনের মধ্য দিয়ে সারাবাংলা ও আইসিসি কমিউনিকেশনের সকল কর্মীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে বলে আমি বিশ্বাস করি। নতুন বছর সবার কর্মস্পৃহায় আরও মঙ্গলময় হবে সেটিই আমার প্রত্যাশা।’

পান্তা-ইলিশ ভোজে আইসিসির এমডি সাইফুল ইসলাম সিদ্দিক, সিওও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়া
সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ‘অফিসে বর্ষবরণের এই আয়োজনের মধ্য দিয়ে সারাবাংলার কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই আয়োজন ঘিরে সহকর্মীদের মধ্যে বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা গেছে। এমন আয়োজন কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও গতি বাড়িয়ে তুলে।

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সিদ্দিক সঙ্গে আইসিসি পরিবার
ব্যতিক্রমী ও প্রণোদনাতুল্য এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহ থাকবে বলে প্রত্যাশা করেন সারাবাংলা ডটনেটের হেড অব নিউজ গোলাম সামদানী ভূঁইয়া।
সারাবাংলা/ইএইচটি/এইচআই
অনলাইন নিউজ পোর্টাল আইসিসি কমিউনিকেশন লিমিটেড। আইসিসি পরিবার বর্ষবরণ উৎসব সারাবাংলা