Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, তদন্তে প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৯:০৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩

কুমিল্লা শিক্ষাবোর্ড।

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) নাঙ্গলকোট-৪ দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের বরাতে জানা যায়, পরীক্ষার শুরুর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে বাইরে পাঠানো হয়। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পরপরই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।

বিজ্ঞাপন

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার বলেন, ‘আমরা খবর পেয়েছি কে বা কারা বাইরে কোথাও থেকে একটি প্রশ্ন এনে বিভ্রান্তি ছড়ায়। এর একটি কপি আমাদের হাতে আসে। পরে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাসকে কেন্দ্রে পাঠানো হয়। তিনি তদন্ত করে কোনো অসংগতি পাননি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, কেন্দ্রটিতে নকলের বিস্তার রয়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের মেধা ধ্বংস হয়ে যাবে বলে জানান তিনি।

প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব মাস্টার শাহ আলম বলেন, ‘আমাদের কেন্দ্র থেকে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। হতে পারে কেউ বাইরে থেকে এনে প্রচার করছে।’

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে উদ্বেগ তৈরি হলেও প্রশাসন বলছে, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এনআর/এমও

এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর