ভারতে ওয়াকফ বিল: ২৬ এপ্রিল ঢাকায় গণমিছিল
১৫ এপ্রিল ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩
ঢাকা: ভারতে ওয়াকফ বিলের বিতর্কিত সংস্কার ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে ২৬ এপ্রিল ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা আহমাদ আব্দুল কাইউম প্রমুখ।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দেশ ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে ভারতের ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আগামী ২৬ এপ্রিল শনিবার বাদ জোহর বাইতুল মোকাররম থেকে গণমিছিল বের করার সিদ্ধান্ত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ওই গণমিছিলে নেতৃত্ব দেবেন।
সারাবাংলা/এজেড/এইচআই