‘জরুরি সংস্কার ছাড়া নির্বাচন দিলে দেশ আবারও পঙ্কিলতায় নিপতিত হবে’
১৫ এপ্রিল ২০২৫ ২০:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২৩:১০
ঢাকা: জরুরি সংস্কার ছাড়া নির্বাচন দিলে দেশ আবারও পঙ্কিলতায় নিপতিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বুনাগাতী ডিগ্রী কলেজ মাঠে মাগুরার শালিখা উপজেলায় আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বকক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সংস্কার কার্যক্রমকে গতিশীল করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেশে নির্বাচন লাগবেই। তবে, জরুরি সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিলে দেশ আবারও আগের পংকিলতায় নিপতিত হবে। তাই সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান। কারা এগুলো করছে তা আমরা সবাই জানি। জনপ্রশাসনসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের রেশ এখনো আছে। এই অবস্থায় নির্বাচনকে মূখ্য করে তোলার কোনো কারণ নাই। বরং সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রকাঠোমো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে বহু শাসক আমরা দেখেছি। বহু নীতিও আমরা দেখেছি। আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা পাই নাই। এবার ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ইসলামপন্থী সকলে এবার আসনভিত্তিক একক প্রার্থী দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যে দলই করেন না কেন এবার দেশের স্বার্থে ইসলামকে ক্ষমতায় আনতে কাজ করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছবেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি একটি প্রধান সমস্যা। অপ্রতুল জ্বালানি এবং জ্বালানির দাম নিয়ে স্থিতিশীল কোনো নীতি না থাকার কারণে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকে। সম্প্রতি সরকার বিনিয়োগ সম্মেলন করল। সেখানে নতুন বিনিয়োগ আকর্ষণ করার নানা চেষ্টা করা হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অথচ এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘গ্যাসের দাম নির্ধারণের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম দামে গ্যাস পাবে। নতুন কারখানাকে বাড়তি দাম দিতে হবে। ফলে নতুনেরা পুরোনোদের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বিপাকে পড়বেন।’
তিনি বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা থাকা আবশ্যক। নীতি অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে দ্বিধাগ্রস্ত করে। ফলে নুতন শিল্পের জন্য ৩৩ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং ব্যবসা সংক্রান্ত নীতিতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’
শালিখা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা উসমান গনী সাঈফির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, নাজিরুল ইসলামসহ আরও অনেকে।
সারাবাংলা/এজেড/এমপি
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নির্বাচন সংস্কার