প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক বুধবার দুপুরে
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২০:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৪
১৫ এপ্রিল ২০২৫ ২০:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৪
ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম