বরখাস্ত হলেন সাংবাদিক হেনস্তা করা রাজউকের ইমারত পরিদর্শক সোলাইমান
১৫ এপ্রিল ২০২৫ ২১:০৩
ঢাকা: নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহণ করে অনৈতিক ও আইনবিরোধী কাজের মতো একাধিক অপরাধের তথ্যমূলক সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক হেনস্তা করার ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক সোলাইমানকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, একাধিক অপরাধের তথ্যমূলক সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে রাজউকের জোন ৩/২ এর ইমারত পরিদর্শক মো. সোলাইমান হোসাইন ৩০ জানুয়ারি সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার ক্রাইম রিপোর্টার মাহতাবুর রহমান, রিপোর্টার মহিবুল্লাহ, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহ আলম ও দৈনিক নতুন দিন পত্রিকার রিপোর্টার মো. হান্নানের ওপর হাতুড়ি নিয়ে হামলা করে। হামলার পরে ইমারত পরিদর্শক মো. সোলাইমান হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়।
সাংবাদিকদের ওপর আক্রমণ ও হেনস্তার প্রতিবাদে বৈষম্যহীন সাংবাদিক ইউনিটি (এনজেইউ) ও কর্মজীবী সাংবাদিক সমাজের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তিতে বিচারের দাবিতে তৎকালীন রাজউক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।
রাজউক কর্তপক্ষ এই সকল বিষয় আমলে নিয়ে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করে এবং ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের সকল অপকর্মের সত্যতা পেয়ে ০৯ এপ্রিল, ২৫.৩৯.০০০০.০০৯.৩১,১১৪.১৫.৫৬৪ নং স্মারকের অফিস আদেশে ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন শাখায় ন্যস্ত করে।
অফিস আদেশে বলা হয়েছে, মো. সোলাইমান হোসাইন, ইমরাত পরিদর্শক, পরিচালক (জোন-৩/২) এর দফতর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা এর বিরুদ্ধে কর্ম এলাকা যথাযথভাবে তদারকি না করা, রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবন তদারকিঅন্তে আইনগত ব্যবস্থা নেওয়াসহ ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করার বিষয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসার, প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ এর নিকট হতে অভিযোগ পাওয়া যায়।
অফিস আদেশে আরও বলা হয়েছে, উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে তার নিয়ন্ত্রণকারী কর্তকর্তা দ্বারা কারণ দর্শানো হলে তার প্রদত্ত জবাব সন্তোষজন বিবেচিত হয়নি। তার এমন কর্মকাণ্ডে কর্তৃপক্ষের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এবং অফিস শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭(ক) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও ৩৭ (খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে পুরদণ্ড আরোপযোগ্য অপরাধ। বর্ণিতাবস্থায়, জনাব মো. সোলাইমান হোসাইন, ইমরাত পরিদর্শক, পরিচালক (জোন-৩/২) এর দফতর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকাকে উক্ত কর্মকাণ্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪৩(১) মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করতঃ প্রশাসন শাখায় ন্যস্ত করা হলো।
এ অবস্থায় তিনি খোরপোষ ভাতা পাবেন।
নানা অনিয়মের অভিযোগে সারাবাংলা ডটনেটে ইমারত পরিদর্শক সোলাইমানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ হয়েছে।
সারাবাংলা/ইউজ/এইচআই