রিয়াজউদ্দিন বাজারে খেলনার গুদামে আগুন
১৫ এপ্রিল ২০২৫ ২১:০২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন মার্কেটে একটি খেলনার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর তামাকুন্ডি লেইনের রহমান ম্যানশনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করছে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ী সারাবাংলাকে বলেন, ‘দু’ঘণ্টা হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নেভাতে পারিনি। সাড়ে ৬টার দিকে ওই খেলনার গুদামে আগুনের সূত্রপাত হয়। আমাদের দোকান ওই মার্কেটের চারতলায়। আগুনের খবর পেয়েই আমরা সব দোকান বন্ধ করে নিচে চলে আসি। দ্রুত আগুন নেভাতে না পারলে সেটা চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছি আমরা।’
নন্দনকানন স্টেশনের ফায়ার কর্মী আজহার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সাড়ে ৭টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। প্রথমে এক ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এখানে আশেপাশে দোকান ও গলি ছোট হওয়ায় প্রথমে আমাদের কাজ করতে অসুবিধা হয়। এখন আমাদের চারটি ইউনিট কাজ করছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।’
সারাবাংলা/আইসি/পিটিএম