Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎বিসিএস প্রার্থীদের মার্চ টু যমুনা অভিমুখে পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২১:১৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৩

যমুনা অভিমুখে পদযাত্রা

ঢাকা: নিজেদের দাবি আদায়ে ‘লং মার্চ ফর যমুনা’ কমর্সূচি শুরু করেছেন আন্দোলনরত বিসিএস প্রার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করছেন বলে জানা গেছে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েকদিন থেকেই আন্দোলনরত করে যাচ্ছেন তারা।

এর আগে, আজ সকাল থেকে পিএসসির আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে একসঙ্গে জড়ো হয়ে পিএসসির সামনে এসে বিভিন্ন স্লোগান দেন তারা। চাকরিপ্রার্থীরা পিএসসির সঙ্গে আলোচনায় বসতে চান। তারা পিএসসির সংস্কারের দাবি জানিয়েছেন।

পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ফিরে এসে আবার সড়কে অবস্থান নেয় চাকরিপ্রার্থীরা। সন্ধ্যার পর ‘লং মার্চ ফর যমুনা’ কমসূচি শুরু করেন তারা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

‎ওই দিন চাকরিপ্রার্থীরা বলেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

বিজ্ঞাপন

‎তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে। এ ছাড়া চাকরিপ্রত্যাশীরা, নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিলের দাবি জানান।

‎সারাবাংলা/এনএল/এইচআই

পিএসসি বিসিএস মার্চ টু যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর