Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় চুরি, ১১ লাখ ৬৬ হাজার টাকাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২১:২৮

চুরির ঘটনায় গ্রেফতার তিন জন

ঢাকা: রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দিবগত রাত ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেরেছন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন— মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

তালেবুর রহমান জানান, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রফতানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল দুপুরে ডাচবাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। শরীফ মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান। এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় গত ১৪ এপ্রিল একটি মামলা করা হয়।

তিনি জানান, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার দিবাগত রাতে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাসুম কাজীর কাছ থেকে চুরির নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

অর্থসহ উদ্ধার গ্রেফতার বাড্ডায় চুরি