Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২২:৩২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৩

প্রতীকী ছবি

পাবনা: পাবনা ঈশ্বরদীর পাকশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ে এমএস কলোনীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরদী পাকশী হঠাৎপাড়া এলাকার ফজল মাতবরের ছেলে আয়নুল মাতুব্বর (৫৫) ও এম এস কলোনির ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পাকশী এলাকার এমএস কলোনীতে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য আয়নুল ফাতেমার গ্যারেজে যায়। সেখানে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবসত বিদ্যুৎতায়িত হয়ে তাদের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এইচআই

নিহত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর