বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এনজিও উৎস পাবে টেলিটকের ফ্রি সেবা
১৬ এপ্রিল ২০২৫ ০০:০৩
ঢাকা: সুবিধা বঞ্চিত শিশুর নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’ কে বিনামূল্যে ভয়েস ও ইন্টারনেট সেবা দেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুর নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট ডিজিটাল সেবা দিবে।
চুক্তি সই অনুষ্ঠানে উৎস বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহমুদা আক্তার মাহমুদ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) মো. সাইফুর রহমান খান চুক্তি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎস বাংলাদেশ এর জ্যেষ্ঠ-ব্যবস্থাপক নীলিমা আক্তার মজুমদার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (করপোরেট সেলস) নীলমণি আইচসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এইচআই