গাইবান্ধায় বাস-ট্রাক-অটোরিকশার ত্রি-মূখী সংঘর্ষে নিহত ১
১৬ এপ্রিল ২০২৫ ০৮:২৬
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রি-মূখী সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে এক যাত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
অটোরিকশার যাত্রী নিহত মঞ্জুর আলী (৫৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি এলাকার তোতা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরে অবস্থিত পলাশবাড়ি ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা পীরগঞ্জের দিক থেকে ওই ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস ও একই দিক থেকে থেকে আসা একটি মালবাহী ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার যাত্রী মঞ্জুর আলী মহাসড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতের লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাবাংলা/এনজে