Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:২৮

ঢাকায় বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: টানা তিন দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্র বৃষ্টি ও শীলা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কম থাকতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈশাখি ঝড়ের প্রবনতাও থাকতে পারে। বুধবার (১৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাস প্রতিবেদন অনুযায়ী, বুধবার খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জয়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ
বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

তবে শনিবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রার কোনো পরিবর্তন নেই এ সময়ে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সারাবাংলা/জেআর/এনজে

আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর