ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক
১৬ এপ্রিল ২০২৫ ১০:০৩
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এই জোটভুক্ত দেশ স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
বৈঠকে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রেক্ষাপটে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বৈঠকে এনসিপির প্রস্তাবিত সংস্কারগুলো ও বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়- বিশেষত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ সাবেক শাসনামলের অন্যান্য গুরুতর অপরাধগুলোর বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সারাবাংলা/এফএন/এনজে