Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১০:৩৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:২৮

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র দফতর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি (ফরেইন অফিস কনসালটেশন) বৈঠক হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ বিরতির পর এবার আবারও সেই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে দুই দেশ।

সারাবাংলা/ইউজে/এনজে

ঢাকা পররাষ্ট্র সচিব পাকিস্তান বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর