মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১০:৪৩
১৬ এপ্রিল ২০২৫ ১০:৪৩
ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন সদস্যসচিব, আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সামান্তা শারমিন,সিনিয়র যুগ্ম সদস্যসচিব, ডা. তাসনিম জারা।
এ সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতন্ত্র ও উন্নয়ন সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সারাবাংলা/এফএন/ইআ