Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার বিভাগ সংস্কার
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের একাত্মতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১১:১৫

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ঢাকা: বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ঘোষিত সংস্কার রোডম্যাপে একাত্মতা জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত। এরইমধ্যে বিভিন্ন সেমিনারে অংশ নেন ইউএনডিপির প্রতিনিধি, যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

গত ১৩ এপ্রিল বাংলাদেশস্থ ইউরোপিয়ান ইউনিয়ন কার্যালয়ে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত করায় প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানো হয়। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপের প্রশংসা করে আনুষ্ঠানিক বক্তব্য দেয় ইউএনডিপি। উন্নয়ন সহযোগী হিসেবে সংস্কার রোডম্যাপের বাস্তবায়নে পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আন্তরিক আগ্রহ ও অব্যাহত সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি। একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। যেন বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তব রূপ লাভ করতে পারে।

গত বছরের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। সারাদেশের বিচারকদের উপস্থিতিতে এ রোডম্যাপ ঘোষণা করা হয়। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এরই মধ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

সারাবাংলা/আরএম/ইআ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর