Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিসেম্বরকে টার্গেট করে জুলাই মাসে কর্মপরিকল্পনা দেবে নির্বাচন কমিশন’

‎স্টাফ করেসপন্ডন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৪:৪২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

নির্বাচন কমিশনার মো. আনোয়ার ইসলাম সরকার। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎নির্বাচন কমিশনার মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরকে টার্গেট করে জুলাই মাসে কর্মপরিকল্পনা দেবে নির্বাচন কমিশন।

বুধবার (১৬ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা জানান।

ইসি আনোয়ার ইসলাম জানান, এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও-আচরণবিধি, নীতিমালাসহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধনসহ সার্বিক কাজ শেষ করতে চায় কমিশন।

‎এ নির্বাচন কমিশনার জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষিত ডিসেম্বরের ভোটকে সামনে রেখে ইসির সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। ভোটের পথে ইসির কাজগুলোকে ‘রোডম্যাপ’ না বলে কর্মপরিকল্পনা (অ্যাকশনপ্লান/ওয়ার্কপ্লান) হিসেবে অভিহিত করা হচ্ছে।

‎ইসি আনোয়ারুল ইসলামের ভাষ্য, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি যে কর্মপরিকল্পনাটি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পা ধরেই এগোচ্ছি। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক পযায়ে আসনের প্রশানিক বিন্যাসের তথ্য ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও শেষ পযায়ে গুছিয়ে এনেছি, নিবন্ধনের কাজও একটা পর্যায়ে আসছি। আইনের সংশোধনী পেলে মাস তিনেকের মধ্যে শেষ করতে পারবো আশা করি।

‎“আগামী তিন মাসের মধ্য আমরা মোটামুটিভাবে ওয়ার্কপ্লানের প্রি-ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে। আশা রাখি, মুদ্রিত কর্মপরিকল্পনা, যেটি নির্বাচনের আগে ইসি পাবলিশ করে, আমরা জুন-জুলাইয়ের দিকে প্রিন্টেড কটি পেয়ে যাবেন।”

‎সরকার ঘোষিত ডিসেম্বরের টাইমলাইনকে সামনে রেখে এগোচ্ছেন বলে জানান তিনি।

‎বর্তমান যে আইন-শৃঙ্খলা পরস্থিতিতে নির্বাচনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবেও আমরা রমজান মাসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অতীতের তুলনায় একটা তুলনামূলক পর্যালোচনা করি তাহলে আমি মনে করি ধারাবাহিকভাবে এর উন্নতি হচ্ছে। মাঠ পযায়ে গিয়েছি, তারা বলেছে য়ে রমজান মাসে আমাদের যে পারফরম্যান্স এটি আমরা আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি। এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা নির্বাচন করতে কোনো বাধা মনে করি না।”

বিজ্ঞাপন

‎আগামী ছয় থেকে আট মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‎সারাবাংলা/এনএল/এমপি

নির্বাচন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

বিজ্ঞাপন

ঢাকায় স্বস্তির বৃষ্টি
১৬ এপ্রিল ২০২৫ ১৫:৩৯

আরো

সম্পর্কিত খবর