Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৫:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:২৩

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে সিরাজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ হোসেন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চার্জার চালিত ভ্যান যোগে মহাদেবপুর হাটে আসছিলেন সিরাজ আলী। এ সময় ঘটনাস্থলে ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলে সিরাজুলের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর