অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে রিট
১৬ এপ্রিল ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৭:২৮
ঢাকা: অনলাইন জুয়া বা বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রাজধানীর দনিয়া এলাকার তানজিম রিয়াদ নামে এক যুবকের পক্ষে এ রিট করা হয়।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব, আইজিপিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। এতে এ ধরনের জুয়া বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনি বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া অনলাইনে এসবের বিজ্ঞাপন প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়।
আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মাহিন এম রহমান।
সারাবাংলা/আরএম/এমপি