নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ হলে সংলাপ: ইসি আনোয়ারুল
১৬ এপ্রিল ২০২৫ ১৬:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২০:১৬
ঢাকা: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ করে সবার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। সে হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বরে সংলাপ আয়োজন করার কথা ভাবছে সংস্থাটি।
বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, আগের বার ছয় মাসের মতো সময় লেগেছিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। আমরা যেহেতু সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের হাতে সময় কম। তাই তিন মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা ভাবছি।
নির্বাচন কমিশনার আরো বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করবো। তবে আমরা এটিকে সংলাপ বলছি না। মতবিনিময় হবে। এক্ষেত্রে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম যদি সম্পন্ন না হয়, তবে তারা তো সংলাপে অংশ নিতে পারবে না। আমরা চাই নতুন দল যারা নিবন্ধন পাবে, তাদের নিয়েই সংলাপের আয়োজন করতে।
কারণ হিসেবে তিনি বলেন, শিডিউল ঘোষণার আগে স্টেকহোল্ডারদের সাথে বসতে হবে। নতুন দল শর্তপূরণ করে আসার পরে, নতুন যারা হবে এবং পুরনো যারা আছে, তাদের নিয়েই আমরা বসবো। নিবন্ধনের কাজ শেষ না হলে নতুনদের তো কষ্ট থাকবে- আমরা আসতে পারলাম না।”
এ কারণে দল নিবন্ধন শেষ করে আগস্ট-সেপ্টেম্বর বা সম্ভব হলে আরও আগে মত বিনিময়ে কথা বলেন এ কমিশনার।
অপর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত তিনটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেওয়া হবে।
দলগুলোর নিবন্ধনের জন্য সময় বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।
সারাবাংলা/এনএল/আরএস