স্ত্রীসহ স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের কারাদণ্ড
১৬ এপ্রিল ২০২৫ ১৫:৫৪
ঢাকা: সম্পদের তথ্য গোপন রাখায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
এদিন মালেককে কারাগার থেকে আদালতে আনা হয়। জামিনে থাকা নার্গিসও হাজির হন। রায় শেষে তাদের কারাগারে পাঠান বিচারক।
দুদকের পিপি আসাদুজ্জামান রানা জানান, দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। দণ্ডের পাশাপাশি দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া আসামিদের জ্ঞাত আয়বর্হিভূত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মালেক ও নার্গিসের বিরুদ্ধে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
মামলাটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। ২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ