Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৪

খুলনা রেলস্টেশনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

খুলনা: ছয় দফা দাবিতে চলন্ত ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত খুলনা জংশন স্টেশন এলাকায় চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তারা। ফলে প্রায় তিন ঘন্টা সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২টার দিকে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

খুলনা রেলস্টেশন মাস্টার জাকির হোসেন জানান, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

তিনি আরও জানান, পরে ১২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একে একে চিত্রা, রকেট ও মহানন্দা ট্রেন ছেড়ে যায়।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছয় দফা দাবি ট্রেন আটকে বিক্ষোভ