ডোবায় কচুরিপানা দিয়ে ঢেকে রাখা রোহিঙ্গা কিশোরের লাশ উদ্ধার
১৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৭:২৭
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক রোহিঙ্গা কিশোরের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে কিশোর বয়সী ওই ছেলেকে অপহরণ করে তার মামা সাতকানিয়ায় নিয়ে আসেন। এরপর তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশে ডোবার মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়।
অপহরণকারী মামাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) সকালে সাতকানিয়া উপজেলার পাঠানিয়া পুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত মো. একরাম কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। তার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। গ্রেফতার কামাল উদ্দিনও ওই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম সারাবাংলাকে জানান, গত ৩ এপ্রিল রোহিঙ্গা ক্যাম্প থেকে কিশোর একরামকে নিয়ে তার মামা কামাল উদ্দিন সাতকানিয়ায় আসেন। একরামকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পরদিন উখিয়া থানায় অপহরণের মামলা করা হয়েছিল।
গত রোববার (১৩ এপ্রিল) সাতকানিয়া উপজেলার নয়াখাল এলাকা থেকে কামাল উদ্দিনকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে কামাল ভাগ্নে একরামকে খুন করে লাশ লুকিয়ে রাখার তথ্য দেয়।
ওসি জাহেদুল বলেন, ‘মামলা উখিয়া থানায় হয়েছে। উখিয়া থানা পুলিশ এবং আমরা মিলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পাঠানিয়া পুল এলাকায় একটি ডোবার ভেতরে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় লাশটি পেয়েছি। কয়েকদিন আগে তাকে খুন করা হয়েছে। লাশে পচন ধরেছে। কীভাবে খুন করা হয়েছে, সেটা আমরা জানতে পারেনি।’
‘আমরা যতটুকু জানতে পেরেছি, কামাল তার ভাগ্নেকে অপহরণ করে সাতকানিয়ায় নিয়ে আসে। এখানে ভাগ্নেকে নিয়ে কয়েকদিন ঘোরাঘুরি করে। অপহরণকারী হিসেবে একরামের বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। কিছু টাকা তাকে দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। এরপরও কী কারণে, কীভাবে খুন করল, সেটা উখিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে বের করবে,’ – বলেন ওসি।
সারাবাংলা/আরডি/এমপি