Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাস্কর মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া ন্যাক্কারজনক: ঢাবি সাদা দল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:০২

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্র ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (১৬ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে বলেন, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন দষ্কৃতিকারীদের দ্বারা চারুকলা নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফ পুড়িয়ে দেওয়া হয়। এতদসত্ত্বেও সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ওই একই দুষ্কৃতিকারীদের হামলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারণ তিনি অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক।’

বিজ্ঞাপন

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, ‘গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশী ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটু কথা প্রচার অব্যাহতভাবে চলছে। এমতাবস্থায় আমরা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

ঢাবি সাদা দল ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন