কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ
১৬ এপ্রিল ২০২৫ ১৮:০৫
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। দুর্বার বাংলার পাদদেশে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষক-কমকর্তারা শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যকে হয়রানি করছে দাবি করে এর প্রতিবাদ জানান।
এ সময় বক্তব্য দেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, প্রফেসর ড. এম এম এ হাশেম, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. জুলফিকার হোসেন জুয়েল, প্রফেসর ড. হাসিফ সরদার, প্রফেসর ড. শাহজাহান আলী, কর্মচারী সমিতির আতাউর রহমান মোড়লসহ আরও অনেকেই।
সারাবাংলা/এসডব্লিউ
কুয়েট ভিসির পক্ষে সমাবেশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)